বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আকনের হাট সংলগ্ন মোল্লার ঠোডা ব্রিজের ঢালে মালবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ট্রাকটি আমুয়া বন্দরের দিকে যাচ্ছিল। রাতে আকনের হাট সংলগ্ন মোল্লার ঠোডা ব্রিজে উঠলে ব্রীজের উপরে দুই পাশে লোহার এঙ্গেলে বেজে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা পিয়াজ, রোসন, মরিচ, আলুসহ অন্যান্য মালামাল ছিটকে পরে অনেক ক্ষতি সাধন হয়।
ট্রাক চালক জানান, মঙ্গলবার রাতে খুলনা থেকে ছেড়ে ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে মোল্লার ঠোডা ব্রিজ এলাকায় আসলে ব্রিজের উপরে থাকালোহার এঙ্গেলের কারণে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় ট্রাকটি। এতে আমি ও হেলাপার সামান্য আহত হলেও বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।