শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া বাজারে অবস্থিত ভাসমান বেদে সম্প্রদায়কে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১২ মে) দুপুরে আওরাবুনিয়া বাজারে পলিথিন মোড়ানো টং ঘরে বসবাসকারী বেদে সম্প্রদায়ের খোঁজ-খবর নিয়ে চাল, ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌছে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ জোহর আলীর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ সহায়তা প্রদান করেন।
এ সময় নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।