বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

কাঠালিয়ায় বড় ভাইর হাতে ছোট ভাই হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-১

কাঠালিয়ায় বড় ভাইর হাতে ছোট ভাই হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-১

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোট ভাই বেল্লাল হাওলাদারকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নিহতের বোন ফিরোজা বেগম বাদী হয়ে বড় ভাই মো. নুরু হাওলাদারকে আসামী করে এ মামলা দায়ের করেন। পরে আটককৃত মামলার আসামী বড় ভাই মো. নুরু হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি কোর্টে প্রেরণ করে থানা পুলিশ।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, বেল্লাল হত্যা ঘটনায় নিহতের বোন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামী নুরু হাওলাদারকে গ্রেপ্তার করে ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ছোট ভাই বেল্লাল হাওলাদারকে (৩৫) কুপিয়ে হত্যা করে আপন বড় ভাই নুরু হাওলাদার (৫২)। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ঘাতক বড় ভাই নুরু হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করে। নিহত বেল্লাল হাওলাদার ও ঘাতক নুরু হাওলাদার মহিষকান্দি গ্রামের মৃত মোমিন উদ্দীন হাওলাদার ছেলে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana