রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক বিদ্যালয় পরিদর্শক, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সহকারি অধ্যাপক রওশন জাহান ইজদানীর আপন ভাই বীরমুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম (৭৫) গত বুধবার রাত ৮টায় ঢাকায় তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন কিডনী ও ডায়বেটিকস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পাঁচ ভাই ও তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (১০মার্চ) বেলা সাড়ে ১১টায় তাকে গার্ড অব অনার ও জানাজা শেষে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারবুনিয়া গ্রামে পারিবারিক করবস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাকে গার্ড অব অনার দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী ও একদল চৌকস পুলিশ বাহিনী, ইউপি চেয়ারম্যান শিশির দাস সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও শতশত মানুষ।