বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ‘বীরনিবাস’ কাজের উদ্ধোধন

কাঠালিয়ায় ‘বীরনিবাস’ কাজের উদ্ধোধন

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধা সালেহ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ‘বীরনিবাস’ কাজের উদ্ধোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলা শৌলজালিয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ কাজের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

এসময় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান, বীরমুক্তিযোদ্ধার সালেহ মোহাম্মদ মোয়াজ্জেম, ঠিকাদার কিশোর মাহমুদসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদুর রহমান জানান, অস্বচ্চল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরে মুজিববর্ষে ৩৪জন বীরমুক্তিযোদ্ধাকে ১৪ লক্ষ ১০ হাজার ৩৮২ টাকা ব্যয়ে বীর নিবাস করে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায় ৯জন বীরমুক্তিযোদ্ধার ‘বীর নিবাস’ নির্মাণের কাজ শেষের পথে। দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, মুজিববর্ষে দেশের বীর সন্তানদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বীর নিবাস উপহার দিচ্ছেন। পর্যায়ক্রমে উপজেলার সব অসচ্ছল বীরমুক্তিযোদ্ধা ‘বীরনিবাস’ উপহার পাবেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana