বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

কাঠালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

কাঠালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ সমাবেশ পালন করেছে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ রোববার সকাল ১০টায় কাঠালিয়া বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে তারা এ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির  (একাংশ ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রুপের) সভাপতি আবদুল জলিল মিঞাজী, সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাছিব ভূট্টো, যুবদলের সভাপতি কিশোর মাহমুদ, মহিলা দলের সভাপতি নাসিমা বেগম, শ্রমিক দলের সভাপতি নজরুল হাওলাদার, ১নং চেঁচরী রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হায়দার মিয়া, ২নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাকিল আহম্মেদ, ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুল হক পান্না, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এ্যাড. ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক সোহাগ মল্লিক, ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য হেলাল জমাদ্দার প্রমুখ।

সমাবেশে বক্তারা গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্চাসেবক দলের নেতা আব্দুল রহিম হত্যার প্রতিবাদসহ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জ্বালানী তেল পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য জোর দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana