বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. দিলরুবা পারভীনকে সভাপতি, পশ্চিম ছিটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিন খলিফা নিউটনকে সাধারণ সম্পাদক এবং এ এফ হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া মো. জাকির হোসেন, মোসা. সাহনাজ আক্তারকে সিনিয়র সহসভাপতি ও মো. আঃ ছালাম, মো. হাবিবুর রহমান, মোসা. রেশমা আক্তার, সাজেদা আক্তারকে সহসভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট্ পূনাঙ্গ কমিটি গঠন করা হয়।
মো. মাইনউদ্দিন খলিফা নিউটন জানান, গত ১৫ ফেব্রুয়ারি তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পাঁচ দিনপর গতকাল কেন্দ্র থেকে অনুমোদন দেয়া হয়েছে।