বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ (১১ জুন) রোববার বেলা ১১টায় উপজেলার মধ্যে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। প্রধান বক্তা ছিলেন প্রাথমকি ও গনশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রির সহকারী একান্ত সচিব মো. আতিকুর রহমান রুবেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দেবেন্দনাথ সরকার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মহসিন।
আরও পড়ুন: কাঠালিয়ায় নিখোঁজের ১৪ দিনেও খোঁজ মেলেনি মা-মেয়ের
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএ কুদ্দুস আকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রমেশ চন্দ্র তালুকদারের সঞ্চালনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সারা দেশে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিন বছর মেয়াদি এই প্রকল্পে কাঠালিয়া উপজেলা সদরের ৪৯ নং মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাচঁ শতাধিক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ দিন ডেইরি খামারে গাভীর পাস্তুরিত ২০০ মিলিগ্রাম করে তরল দুধ পান করানো হবে। আজ রবিবার কাঠালিয়া উপজেলার মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুবেল বলেন, দুধের পুষ্টিগুণ নিয়ে জনসচেতনতা সৃষ্টি, শিশুদের দুধ পান করানোর অভ্যাস করানো, শিশুদের পুষ্টিচাহিদা মিটিয়ে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে এসডিজির লক্ষ্য পূরণ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পভুক্ত খামারিদের সাথে সেতুবন্ধন তৈরি করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।