বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছ। সোমবার দুপুরে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়, রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রীড়া সংঘের উদ্যোগে চেয়ার বিতরণ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ আতিকুর রহমান রুবেল আনুষ্ঠানিক ভাবে এ চেয়ার বিতরণ করেন। অর্ধশত প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, কাঠালিয়া অফিসার ইনচার্জ (তদন্ত) এইচ এম শাহিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।