শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পুুকুরের পানিতে ডুবে শান্ত শীল (৬) নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু শান্ত শীল উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের সৌদি প্রবাসী স্বপন শীলের ছেলে। সে স্থানীয় বিনাপানি বাজার সংলগ্ন মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে ছাত্র।
প্রতিবেশী সুশান্ত চন্দ্র শীল জানায়, রবিবার দুপুর ১২টার দিকে শান্তর মা কাজের জন্য ঘরের পিছনের পুকুর পাড়ে গেলে ঘাটলার সিঁড়িতে ছেলে শান্তর জুতা দেখতে পেয়ে সে ডাক- চিৎকার দেয়। এ সময় বাড়ির লোকজন এসে খোঁজাখুজি করে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় শান্তকে উদ্ধার করে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : কাঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃ’ত্যু
এছাড়া একদিন আগে গতকাল শুক্রবার ৬টার দিকে উপজেলার আনইলবুনিয়া গ্রামে পানিতে ডুবে হুমায়রা তাসনিম নামের এক শিশুর মৃ’ত্যু হয়েছে। মৃ’ত হুমায়রা তাসনিম ওই গ্রামের মোঃ আব্দুল রহিমের মেয়ে।