মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. নাইম আহম্মেদ, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ইস্রাফিল তালুকদার প্রমূখ।
আরও পড়ুন : সুপারি নিয়ে ঢাকা যাওয়া হলো না ব্যবসায়ী হাসান আকনের