মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।
শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।
এ সময় কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, শিশির দাস, মো. আমিরুল ইসলাম, মো. মাহমুদুল হক নাহিদ, মো. মাহমুদ হোসেন রিপন ও মো. মিঠু সিকদার উপস্থিত ছিলেন।
উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত ১৮ জন ও সাধারণ ওয়ার্ডের ৫৪ জন সদস্য এ শপথ গ্রহণ করেন।
কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে গত ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়।