শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নতুন করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৯৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৪ জন মৃত্যুবরণ করেছেন।
গত ২৪ ঘণ্টায় ১০জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ জন। আক্রান্তের হার ছিল ৬০ শতাংশ।
এর আগে গত সপ্তাহে ২২ জনের নমুনা পরীক্ষা করা হলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দুই চিকিৎসক সহ ১৬ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত এ উপজেলায় মোট টিকা নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৬২৩ জন। আজ রোববার কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।