বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
নাসির উদ্দিন আকাশ:
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া গ্রামের সিকদার বাড়িতে ধান শুকানোকে কেন্দ্রে করে সংঘর্ষে ২ পক্ষের ৫ জন আহত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৬টায় বাড়ির সামনের মাঠে এ ঘটনা ঘটে।
জানাযায়, সিকদার মোঃ লাল মিয়া সিকদার বাড়ির উঠানে ধান শুকাতে দিলে একওই বাড়ির অবসার প্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ নাজমুল হক শানু সিকদারের স্ত্রী মোঃ হেলেনা বেগম লাল মিয়ার শুকানো ধানে পানি দিলে ২ পক্ষের মধ্যে তর্ক বির্তক শুরু হয়, এক পর্যায়ে উভয়ের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হয়।
এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ লাল মিয়া সিকদার (৬২) মেয়ে অধুরী আক্তার, (২২) ছেলে পলাশ সিকদার (৩০) ও মোঃ বেল্লাল সিকদার (৩)) ও স্বপন সিকদার আহত হয়। আহতদের মধ্যে মোঃ লাল মিয়া সিকদারকে মুমুর্ষ অবস্থায় আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে াাহত মোঃ লাল মিয়া সিকদার জানান, তর্ক বির্তকের এক পর্যায়ে স্কুল শিক্ষক মোঃ শওন সিকদার, মোঃ সুজন সিকদার ও মোঃ স্বপন সিকদারসহ আরো কয়েকজন আমাদের উপর হামলা করে এতে আমিসহ ৪জন আহত হই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।