বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ত্রুটিপুর্ণ ভোটার তালিকা দিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের চেষ্টার অভিযোগ প্রধান মো. শহীদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ত্রæটিপুর্ন ভোটার তালিকা বাতিল করে পুনঃ ভোটার তালিকা করার দাবী জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর বৃহস্পতিবার (০৪ আগস্ট) লিখিত অভিযোগ করে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. বেলাল হোসেন।
অভিযোগে জানাগেছে, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য গত ১৮ জুলাই চুরান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় একাধিক মৃত ব্যাক্তির নাম রয়েছে। দ্বৈত ভোটার করা হয়েছে ১০/১২জনকে। এছাড়া অস্তিত্বহীন ও ভৌতিক নাম রয়েছে ভোটার তালিকায়।
২০১১, ২০১২ ও ২০১৪ সনেও এভাবে ত্রæটিপুর্ন ভোটার তালিকা প্রকাশ করেছিল প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। সে সময় (২০১১, ২০১২ সনে) প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা অফিসার ইকবাল কবিরের কাছে অভিযোগ করে এক অভিভাবক সদস্য রিজিয়া বেগম ও নিরু বেগম। এছাড়া (২০১৪ সনে) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসানের নিকট অভিযোগ করে অভিভাবক সদস্য ফারুক সিকদার। তদন্তে অভিযোগ দুটি সত্য প্রমানিত হয় এবং নির্বাচন বাতিল করা হয়েছিল।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক তার আত্বীয় স্বজন ও নিজের পছন্দের মানুষ কমিটিতে নির্বাচিত করার জন্য এ ধরনের অনিয়মের আশ্রয় নেন।
প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম জানান, ভোটার তালিকায় কম্পিউটার প্রিন্টে কিছু ভুল ত্রæটি হয়েছে। উহা সংশোধন করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশীদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।