সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে
দেখা গেছে বিভিন্ন পেশাজীবী মানুষের উপচে পড়া ভিড়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পিয়াজ, চিনি ও তেল কিনছেন সাধারণ মানুষ। ডিলাররাও হিমশিম খাচ্ছেন ক্রেতা সামলাতে।
টিসিবির পণ্য কিনতে আসা ক্রেতা শাকিল মিয়া জানান, টিসিবির ২ কেজি পিয়াজ, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ৫৪০টাকায় কিনেছি। বাজারে এর মূল্যে আরো বেশি হতো। তাই টিসিবির গাড়ী দেখে পণ্য কিনতে মানুষ লম্বা লাইন দিয়েছে।
আরেক নারী ক্রেতা শিউলী বেগম জানান, বাজারে যে দাম পিয়াজ, তেল ও চিনির তাই টিসিবির পণ্য কিনতে এসেছি। কিন্তু ভিড়ের কারণে অনেক দেরিতে ২ লিটার সয়াবিন তেল, চিনি ২ কেজি ও ২ কেজি পিয়াজ কিনলাম।
কাঠালিয়া বন্দরের ব্যবসায়ী বাবু হাওলাদার জনান, বর্তমান বাজারে প্রতি কেজি পিয়াজ ৭০টাকা, প্রতি কেজি চিনি ৮০টাকা ও প্রতি ২ লিটার তেল ৩০০টাকা ধরে বিক্রি হচ্ছে।