রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে কাঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ষিক্ষার্থীদের কৃমির ঔষধ খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান, প্রধান শিক্ষক দিলরুবা পারভীন।
এ কৃমি ঔষধ খায়ানো কার্যক্রম ২০ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চলছে।