শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়মীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, শিশির দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।