মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার আওরাবুনিয়ার জাঙ্গালিয়া নূরানী মাদ্রাসার মাঠে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাঙ্গালিয়া একতা ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান উল্লাহ’র সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার। বিশেষ অতিথি ছিলেন ছিটকী আজিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও ছিটকী নেছারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ এরশাদ উল্লাহ।
সংগঠনটির সভাপতি মো. শাওন হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. তপু হাওলাদার, জাঙ্গালিয়া একতা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. কাইয়ুম খান ও সহ সভাপতি মো. মুরাদ বেপারী।
এসময় উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া একতা ফাউন্ডেশন’র সহ সভাপতি মো. মুরাদ বেপারী, জাংগালিয়া একতা ফাউন্ডেশন’র যুগ্ন সাধারণ সম্পাদক মো রেজাউল হাওলাদার, আলহাজ্ব মাওলানা তাহের উদ্দিন, মো. উজ্জল হোসেন জমাদার, মো. আল আমিন হাওলাদার, মো. সাদ্দাম সিকদার, মো. সাইফুল ইসলাম ইকবাল, মো. আবুল বাশার মীর, মো. শহীদ দফাদার, মো. রুহুল আমিন হাওলাদার, জাংগালিয়া একতা ফাউন্ডেশন’র সদস্য মো. রাকিব তালুকদার, রনি তালুকদার, মো. শাওন তালুকদার, মো. মেহেদী হাসান, তানভির আহাম্মেদ পিয়ান প্রমূখ।