বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন
ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জনশুমারি ও গৃহগণনায় চার দিনের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও শৌলজালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে জনশুমারি ও গৃহগণনায় সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ উপলক্ষে শৌলজালিয়া ইউনিয়নে জনশুমারি ও গৃহগণনায় ৪ দিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন।
জনশুমারি ও গৃহগণনা প্রকল্প ২০২২ এর পরিচালনা নিমিত্ত কাঠালিয়া উপজেলার ৩নং জোন শৌলজালিয়া ও আওরাবুনিয়া এর প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান মামুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম ও উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম মুরাদ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস এর আয়োজন করেন।