সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার ৬ ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বাসষ্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম মিরন সিকদার। বিশেষ অথিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জালালুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলীম মুন্সী।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আদনান আহম্মেদ রিয়ান, আমুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. রবিউল ইসলাম প্রমুখ।