বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক এক কর্মশালা গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা বাইস চেয়ারম্যান মো. বদ্জ্জিামান বদু শিকদার।
বক্তব্য রাখেন ইইপ চেয়ারম্যান মো. মাহমুদুল হক, ইউপি চেয়ারম্যান শিশির দাস, ইউপি চেয়ারম্যান মিঠু সিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, সাংবাদিক মোছাদ্দেক প্রমূখ।
কর্মশালায় উপজেলার একমাত্র ছৈলারচর পর্যটন কেন্দ্র উন্নয়নে ব্যাপক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপজেলা প্রশাসন। এছাড়াও আরো ৪টি পর্যটন কেন্দ করার ঘোষনা দেন ইউএনও।