রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় রাতের আধারে এক কৃষকের শুপারীগাছসহ বিভিন্ন প্রজাতির দের শতাধিক গাছে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে। এ ঘটনায় কৃষক মো.সেলিম হাওলাদার (৫৫) বাদী হয়ে শুক্রবার (২০ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের আবদুল লতিফ হাওলাদারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বাড়ীর সেলিম হাওলাদারের। এর জেরে বৃহস্পতিবার রাতে সেলিম হাওলাদারের বাগানে রোপিত শুপারীগাছসহ বিভিন্ন প্রজাতির দের শতাধিক গাছ কেটে ফেলে আবদুল লতিফ হাওলাদার ও ছেলে ইব্রাহিম, জুয়েল ও কালাম। শব্দ পেয়ে সেখানে গিয়ে গাছ কাটায় বাঁধা দেয় কৃষক সেলিম। এনিয়ে উভয়ের মধ্যে তর্কবির্তক হয়।
এক পর্যায় সেলিম হাওলাদারকে ধাওয়া দেয় আবদুল লতিফ ও তার ছেলেরা। প্রাণের ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে সেলিম হাওলাদার। কৃষক সেলিম হাওলাদার অভিযোগে আরো উল্লেখ করেন এতে তার দের লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। অভিযোগ অস্বীকার করে আবদুল লতিফ জানান, মিথ্যা মামলা সাজানোর জন্য রাতের আধারে নিজের গাছ নিজে কাটতে পারে সেলিম। থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।