বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় গভীররাতে ঘরে ঢুকে শাহজাহান হাওলাদার (৫৫) নামের এক কৃষককে ধারালো দাও দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত ১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষক শাহজাহান হাওলাদারকে প্রথমে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহতের স্ত্রী নুরজাহান বেগম জানান, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে তারা। গভীররাতে বসত ঘরের বারান্দার পশ্চিম পাশের জানালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ৪/৫ জন। খাট থেকে নামিয়ে হাত পা বেধে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুসি লাথি মারতে থাকে তার স্বামী কৃষক শাহজাহান হাওলাদারকে। এক পর্যায় খুন করার উদ্দেশ্যে ধারালো দাও দিয়ে কোপ দেয় ওই কৃষকের গলায়। এসময় পরিবারের অন্য সবাই ডাক-চিৎকার দেয় এবং বাড়ীর লোকজন জড়ো হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। কৃষক শাহজাহানের স্ত্রী আরো জানায়, দূর্বৃত্তদের মধ্যে কয়েকজন ঘরের চালের ড্রামের মধ্যে থাকা নগদ এক লক্ষ সারে ১২ হাজার টাকা ও স্বর্নের চেইন ও কানের বালা লুটে নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন আহতের পরিবার।
স্থানীয় শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, খবর পেয়ে কৃষক শাহজাহন হাওলাদারের বাড়ী ও ভান্ডারিয়া হাসপতালে তাকে দেখতে যাই। সে একজন সহজ সরল মানুষ। বিষয়টি দুঃখজনক।
থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।