মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় গণহত্যা দিবস পালন উপলক্ষে বধ্যভুমিতে পুস্পস্তাবক অর্পন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার তালতলা বধ্যভুমিতে পুস্পস্তাবক অর্পন শেষে বধ্যভুমি সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, ওসি তদন্ত এইচ এম শাহিন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, শিশির দাস, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ মৃধা, বীর মুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্জিলাল বাবুল ঠাকুর, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল ইসলাম সাদ্দাম প্রমূখ।
সভায় তালতলা বধ্যভুমিতে সমাধিত ৩৯ জন শহীদ মুক্তিযোদ্ধাসহ ২৫ মার্চের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মো. আবদুল হালিম।