মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে আশু রোগমুক্তি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে কাঠালিয়া বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান জালাল আকনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান মুন্সী, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রকিবুল ইসলাম তুষার মুন্সী প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. আবদুল গফুর।