মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুন) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছরীন আক্তার, ওসি (তদন্ত) মো. মুরাদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ।