শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২০ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির এর সাথে কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৪ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান এর সভাকক্ষে কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদারের নেৃতৃত্বে নবনির্বাচিত সদস্যরা মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় সভাপতি মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদার নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সভায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিয়ে আলোচনা হয়। উপজেলা চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্যদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, অভিভাবক সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, গত ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার মোঃ কাওসার আহমেদ জেনিভ সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কেবিকে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।