রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
করোনো ভাইরাসের সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে শুক্রবার ঝালকাঠির কাঠালিয়ায় সকল মার্কেটের দোকান-পাট বন্ধসহ সড়কে যানবাহন ও মানুষের চলাচল অনেকটা কমেছে।
উপজেলা প্রশাসন, সেনা সদস্য, পুলিশ রাস্তায় টহল দিচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম, সেনাসদস্য ও পুলিশ রাস্তার বিভিন্ন পয়েন্টে তল্লাশী করছেন।
এদিকে ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের বিনাপানি, আমুয়া-বামনা সড়কে ও রাজাপুর-কাঠালিয়া সড়কের বিভিন্ন স্থানে চেকপোষ্টের বসানো হয়েছে। লোকজন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। কড়া নজরদারির থাকা সত্তে¡ও রাস্তাঘাটে মানুষের অবাধ চলা-ফেরা ঠেকানো যাচ্ছে না। নানা অজুহাতে ঘর থেকে বেড়িয়ে আসছে মানুষ।
সরজমিনে দেখা গেছে, উপজেলার প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা। তবে ঔষধ, কাচামাল, নিত্যপ্রয়োজনীয় দোকান-পাঠ খোলা রয়েছে। লোকজনকে কেনাকাটা করতে দেখা গেছে। কঠোর লক ডাউনের মধ্যেও অনেকের মাস্ক গলায় ঝুলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দলকে দেখে অনেকে আবার আড়ালে চলে যান।