সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির কাঠালিয়ায় একাধারে চার বারের ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন সৈয়দ আবদুল কাইয়ুম। তিনি উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের পশ্চিম শৌলজালিয়া এলাকার (৩নং ওয়ার্ডের) সদ্য নির্বাচিত ইউপি সদস্য। গত ২১ জুন নির্বাচনে ১৪০৫ ভোট পেয়ে ৪র্থ বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
সৈয়দ আবদুল কাইয়ুম জানান, জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। তাই আমি বরাবরের মত এবারও বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হয়েছি। এর আগে ২০০৩ সালে প্রথম নির্বাচন করি। তার পর থেকে সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে সব সময় থাকি। তাই এলাকার নানা শ্রেণী পেশার মানুষ আমাকে ২১ তারিখের নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য (মেম্বার) বানিয়েছেন। তাই তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।