বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় একরাতে এক কৃষকের ৬টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত (১মার্চ) রাতে উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের আঃ করিম খানের ছেলে কৃষক আমির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। দূর্ধর্ষ গরু চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
গরুর মালিক আমির হোসেন খান জানান, বুধবার রাতে বাড়ির অদূরে লতাবুনিয়া হাফিজি মাদ্রাসার মাহফিল থেকে বাড়ি ফিরে নিত্য দিনের মতো গোয়াল ঘরে গরু দেখে ঘুমাতে যাই। সকাল বেলা ঘুম থেকে ওঠে দেখি গোয়ালের ৪টি গাভী ও দুটি বাচ্চা (মোট ৬টি) একটিও নেই। লোকজন নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে
জানতে পারি, আমার বাড়ির পিছনের মাঠ দিয়ে গরুগুলো ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের মুছাফির খানা নামক স্থান থেকে গাড়িতে ভর্তি করে নেয়া চহ্ন পাওয়া গেছে।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন জানান, গরু চুরি খবর জানার পরপরই আমি ঘটনাস্থলে যাই এবং গরুর মালিকসহ স্থানীয়দের সাথে কথা বলি। পরে বিষয়টি থানায় অবহিত করে গরুর চোর সিন্ডেকেটসহ অন্যন্য অপরাধীদেরকে গ্রেফতারের জন্য অনুরোধ জানাই। পরে সকাল ১১টায় ইউনিয়ন পরিষদে
জরুরী আইনশৃঙ্খলা সভা আহবান করি। সভায় শৌলজালিয়া ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে সকল বাজারের আগামি ১৫দিনের মধ্যে সিসি ক্যামেরায় আওতায় আনার প্রকল্প গ্রহণ করা হয়। এছাড়া প্রত্যেকটি ওয়ার্ডের ইউপি সদস্য ও চৌকিদাকে ২৪ঘন্টার মধ্যে মাদকসেবী ও বিক্রেতা ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের
তালিকা পরিষদের জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।