বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরিচালনার লক্ষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, এইচএসসি কাঠালিয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজালাল সিকদার, আমুয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, কাঠালিয়া আলিম পরীক্ষা কেন্দ্রের সচিব ও কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আমুয়া কেন্দ্রের সচিব অধ্যক্ষ আ. রহমান বিশ্বাস, অধ্যক্ষ মো. ওবায়েদুল হক, অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক বজলুল করিম, অধ্যাপক কাজী হেমায়েত হোসেন, অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।