শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝালকাঠির কাঠালিয়ায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (১৮ মার্চ) পর্যন্ত চেয়ারম্যান পদে উপজলার ৬টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল ( হাতপাখা) থেকে ৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হলেন- চেঁচরী রামপুর ইউপিতে মাওলানা ইব্র্রাহীম আল ফরিদী, পাটিখালঘাটা ইউপিতে ক্বারী মোঃ সামসুল হক, আমুয়া ইউপিতে সাবেক ইউপি সদস্য মোঃ তইয়বুর রহমান, কাঠালিয়া সদর ইউপিতে মাওলানা আল আমিন, শৌলজালিয়া ইউপিতে মাওলানা জুলফিকার আলী ও আওরাবুনিয়া ইউপিতে মুফডিত এমদাদুল হক আরিফী।