বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২০ অপরাহ্ন

কাঠালিয়ায় ইউএনও-এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইউএনও-এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠিত

কাঠালিয়ায় ইউএনও-এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠিত

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান পদোন্নতি ও সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব এর বদলী জনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) ফানজানা ববি মিতু এঁর আগমন উপলক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার  উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মো. মুহমুদুল হক নাহিদ সিকদার, সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, উপজেলা ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম, সাংবাদিক মোঃ খাইরুল আমিন ছগির প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু তপন কুমার হালদার, চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, পাটিখালঘাটা  ইউপি চেয়ারম্যান বাবু শিশির দাস, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, রূপালী ব্যাংক লিঃ এর কাঠালিয়া শাখা ব্যবস্থাপক মো. নাঈমুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana