সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনের পিতা, আমুয়া ছোনাউটা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও আমুয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব মো. হজরত আলী সিকদারের চেহলাম উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদজোহর আমুয়া গ্রামের সিকদার বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. গিয়াস উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর, ভোলা উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান, মোড়লগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, অধ্যক্ষ মো. সাইয়েদুর রহমান, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার সাহা, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সাধারন সম্পাদক মো. মাসউদুল আলম, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রিন্ট ও ইলিক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও স্থানীয় শুভাকাঙ্খীবৃন্দ। উল্লেখ্য, আলহাজ্ব মো. হজরত আলী সিকদার গত ২৫ ডিসেম্বর’২০২১ রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।