বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় সাবেক শিল্পমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এমপি আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতা প্রায়ত মো. মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদল হাওলাদার, উপজেলা মৎস্যলীগের আহবায়ক মোঃ গোলাম মাওলা সিকদার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান নিশাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম, বশির ফরাজী, আঃ খালেক ফরাজী, মোঃ মোশারেফ হোসেনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনাসহ দেশবাসীর জন্য দোয়া-মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগির। পরে উপস্থিতিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।