বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তালগাছিয়া খানকায়ে আশরাফিয়া ময়দানে বিশ্ব ইস্তেমার নমুনায় ইসলাহী ইজতিমা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এ ইজতিমা শুক্রবার বার থেকে শুরু হয়ে সোমবার ভোরে দেশ-জাতির কল্যাণ ও মুক্তি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
এসময় ইজতেমা ময়দানে হাজার হাজার মুসুল্লিদের কান্নায় ধ্বনি শোনা যায়। ইসলাহী ইজতিমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. সিদ্দিকুর রহমান।
ইজতিমায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলাম মান্নান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, মুফতী নুরুল্লাহ আশরাফী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসুল্লিরা অংশ নেন।