সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের মৌলভী নিজাম উদ্দিন হাওলাদারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ কবির হোসেন, মোঃ দুলাল শরিফ, মোঃ সেলিম তালুকদার, মোঃ সামছুল আলম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাছুম বিল্লাহ, মোসাঃ শাহানাজ পারভিন, মোসাঃ রেশমা, মোসাঃ কানিজ জাহানসহ সকল মহল্লাদার ও দফাদারবৃন্দ।