শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
সোনালী ব্যাংকের ঢাকা খিলগাঁও শাখার এজিএম, ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা যুব কল্যাণ সমিতির সভাপতি, চাইল্ড হ্যাভেন কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা, তরুন সমাজ সেবক ও কাঠালিয়ার কৃতি সন্তান মো. তানভীর হোসেন সুমন এর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। এসময় তাকে শেষ বারেরমত শ্রদ্ধা ও বিদায় জানাতে এবং প্রিয় মানুষটির জানাজায় অংশ নিতে হাজারো মানুষের ঢল নামে। মৃত তানভীর হোসেন সুমন (৪৮) উপজেলা সদরের উত্তর আউরা গ্রামের মৃত আঃ খালেক আকনের ছেলে। মৃতকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, গত বুধবার অসুস্থ অবস্থায় তানভীর হোসেন সুমনকে ঢাকার ইউনাটেড হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে বিকেল ৩টায় তিনি সেখানে মারা যান। পরে আজ বৃহস্পতিবার বেলা ১১টা তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।