বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় এ উপলক্ষে বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মরিয়ম আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফাতিমা আক্তার, মো. সাইফুল ইসলাম, মো. ছগির হোসেন, মানস মন্ডল, মো. জহিরুল ইসলাম, মুন্নি আক্তার, সুশান্ত চন্দ্র প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাকফিতার কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল