বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মো. আবদুল হালিম, কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. শহীদুল আলম, সমাজ সেবক দেওয়ান মো. শফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, শিক্ষক ছগির হোসেন, ফাতিমা আক্তার, মানস মন্ডল, মো. জাকির হোসেন, শিউলি আক্তার, সুশান্ত চন্দ্র প্রমূখ।
সভাশেষে কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার কম্বল বিতরণ করা হয়।