সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
ফিলিস্তিনে দখলদার ইসরাইল আগ্রাসন ও মুসলিম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়ায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মে) বিকেলে এ কর্মসূচির আয়োজন করেন জাঙ্গালিয়া একতা ফাউন্ডেশন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাঙ্গালিয়া একতা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ রায়হান উল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান সৈয়দ রঞ্জু, হাফেজ মোহাম্মদ মিজান হাওলাদার নেমন নকীব ও ফয়সাল নকীবসহ জাঙ্গালিয়া একতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
এ সময় বক্তব্য বলেন, ফিলিস্তানের দখলদার ইসরাইলের মুসলিম ভাইদের বিনা কারণে হত্যা করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ জানান।