বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
মো. সাকিবুজ্জামান সবুর:
অলি এ কামেল, ৫২ মৌজার খলিফা হযরত আব্দুল জব্বার মিঞাজী (রহঃ) এর প্রতিষ্ঠিত ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার ও মিঞাজী দরবার শরীফ উদ্যোগে ২দিন ব্যাপী ১০১তম বার্ষিক মাহফিল গত মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) দিবাগত রাতে চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হয়।
চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের সভাপতি ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি হযরত মাওলানা মো. মুনিরুজ্জামান মিঞাজীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি থাকবেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসাবে ওয়াজ-নছিহত করেন বিশ্ব বরেন্য মুফাচ্ছেরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর সুযোগ্য সন্তান ও পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শামীম বীন সাঈদী, পীরে কামেল মুফতী ও মুহদ্দিস আলহাজ্ব মাওলানা মো. নুরুল হক খান। ওয়াজ-নছিহত করেন চৈতা দরবার শরীফেন পীর মাওলানা নুরুল হক খান, ইসলামী একাডেমী বাংলাদেশের পরিচালক ও বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা মুফতি হেদায়াতুল্লাহ খান আজাদী, ঝালকাঠি নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী মাওলানা মো. শহিদুল ইসলাম, ওয়াজ করবেন তালগাছিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মুফতি মো. নুরুল্লাহ আশ্রাফী, ঢাকা যাত্রাবাড়ী আশ্রফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি পীর মাওলানা মো. রফিকুল ইসলাম আশ্রাফী। অনুষ্ঠানসঞ্চালনা ও সার্বিক তত্ত¡াবধয়নের ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মালানা মো. রুহুল আমিন ও হযরত আব্দুল জব্বার মিঞাজী (রঃ) ট্রাষ্টের পরিচালক মো. আনোয়ার হোসেন সাগর ও হাফেজ আফজাল হাসেন।
শেষদিন মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) দিবাগত রাতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী চিংড়াখালী মিঞাজী দরবার শরীফের সভাপতি ও মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি হযরত মাওলানা মো. মুনিরুজ্জামান মিঞাজী।