বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তিনি শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহত অবস্থায় মো. জাহাঙ্গীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়।
আহতের স্ত্রী নাসরিন আক্তার ঝুমুর জানান, মঙ্গলবার দুপুরে লতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে কাঠালিয়া যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মো. নফিজুর রহমান শিপন সিকদার তার দলবল নিয়ে সিকদার বাড়ির সামনে আগে থেকেই ওৎ পেতে থাকে এবং আমরা যাওয়ার সময় পিছন থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। দাও দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আমার স্বামী জাহাঙ্গীর হোসেনকে গুরুতর আহত করে। এ সময় আমি নিজেও আঘাত প্রাপ্ত হই। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমুয়া হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হামিদ জানান, জাহাঙ্গীর হোসেনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, “সংবাদ পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠিয়েছি। রোগীর চিকিৎসা চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”