বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিষখালী নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা পাখির অভয়াশ্রমে (পাখিরচর) বসন্ত বিলাস উৎসব অনুষ্ঠিত হয়। উপজলা প্রশাসনের আয়োজনে গত শনিবার দিনগত সন্ধ্যায় এ বসন্ত বিলাস অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ছাড়াও জেলার অন্য তিনটি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আবহমান বাংলার সংস্কৃতি, সংক্রান্তি উৎসব এবং বৈশাখ বরণ উৎসবের বিষয় আলোচনা ও বসন্তের সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায়।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন প্রমূখ।
শেষে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিপ্রা মিত্র এর সঞ্চালনায় বসন্তের সংগীত ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।