বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চত্বর খেলার মাঠ ও উপজেলা শহরের বিভিন্ন সড়কের ময়লা আবর্জনা পরিস্কার করলেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ আগষ্ট) দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ওয়ারেন গাইড কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সেলিনা পাপড়ির নেতৃত্বে গার্ল গাইডস এসোসিয়েশনের ৪০জন শিক্ষার্থী এতে অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, সামাজিক দায়বোধ থেকে এবং পরিবেশ সুরক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা অংশ নিয়েছি। এ কাজ করতে বিষণ ভাল লাগছে।
উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন জানান, সমাজ বিনির্মানে ছাত্র সমাজের ভুমিকা অপরিসীম। উপজেলা চত্বরসহ উপজেলার রাস্তা পরিস্কার পরিচ্ছন্নতাসহ সমাজের সকল ভালো কাজে শিক্ষার্থীদের অংশ নেওয়া দরকার।