মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়ে) প্রকল্পের বাস্তবায়নে গ্রাম আদালত বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষনের ১ম ব্যাচের কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (১৯ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, গ্রাম আদালত সক্রিয়করণ উপজেলা সমন্বয়কারী এস এম ওমর ফারুক।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম প্রমূখ। প্রশিক্ষনে ১ম ব্যাচে ১নং চেচঁরীরামপুর ও ২নং পাটিখালঘাটা ইউনিয়নের ২৪ জন ইউপি সদস্য অংশ নেয়।