বুধবার, ২১ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের তফছেরের খেয়াঘাট এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ২৩টি অবৈধ চুল্লি গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে চুল্লির ম্যানেজার মোঃ সেলিম হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা ও পরিদর্শক মোঃ আমিনুল হক। এছাড়া কাঠালিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও উপজেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।