শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা কলেজ শিক্ষক সমিতি(বাকশিস) এর আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ মিলনায়তনে আজ রবিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) আহবায়ক অধ্যাপক এসএম এজাজ হাসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কলেজ শিক্ষক সমিতির(বাকশিস) সদস্য সচিব অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আকতার হোসেন নিজাম মীরবহর, মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। বক্তব্য রাখেন অধ্যাপক মো. আবদুল হালিম, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো. নাসির উদ্দিন খান প্রমূখ।
সভাশেষে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহানা খানকে আহবায়ক ও মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।