বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ২নম্বর পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো.দেলোয়ার হোসেন সিকদার (৭১) কে চ*র থা*প্প*র মেরেছে বর্তমার মেম্বার শাহিন হাওলাদার ও প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।
গত শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা তারাবুনিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ইউপি মেম্বারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হেনস্তার স্বীকার সাবেক ইউপি মেম্বার দেলোয়ার হোসেন বাদী হয়ে শনিবার (১৮অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার বিকেলে স্থানীয় তারাবুনিয়া বাজারে বাজার করতে যান তিনি। এসময় তারাবুনিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের নেতৃত্বে বর্তমান মেম্বার শাহিন হাওলাদার,তার ভাই শামীম হাওলাদার ও বাহাদুর তালুকদার মিলে পুর্ব শক্রতার জেরে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাকে চর থাপ্পর মারে আসামীরা।
অভিযোগ অস্বীকার করে, ইউপি মেম্বার শাহিন হাওলাদার জানান, তার সাথে কথার কাটাকাটি হয়েছে। থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানার একটি জিডি করেন, হামলার স্বীকার ইউপি মেম্বার দেলোয়ার হোসেন।